Posts

প্রেমপত্র ৫

ভাঙা দরজা ; খোলা হাওয়া ; রেলপথে লাগে ব্রেক  হকারের চিৎকার ; জোয়ারে ভাটায় ভেসে আসা প্যাসেঞ্জার  আর ছেড়ে যাওয়া ফাঁকা ইস্টিশন প্রেম || চুপচাপ বেঞ্চগুলো মুখে মুখে তাকিয়ে  ভেজা গা ; ফাঁকা পা ; বসে থাকে জমে থাকা  নীরব রাতের কুয়াশা কাটিয়ে || খোলা বুক ; শুয়ে সুখ ; ঠান্ডায় জড়িয়ে  একা একা ভাবে ওরা ; কি হবে এই রাতটুকু পেরিয়ে !! ফাঁকা ট্রেন ; ফাঁকা বেঞ্চ ; ফাঁকা প্ল্যাটফর্ম  আর ঠোঁটে ঠোঁটে জেগে থাকা  দুজনার খোলা বুক আর ছেড়ে যাওয়া  ফাঁকা ইস্টিশন প্রেম ||

প্রেমপত্র 4

আজকের সকালটা  কেমন অন্যরকম লাগছে --  প্রানখুলে হাসছে আকাশ ;  হালকা চুমু দুগাল ছুঁয়ে  পেরিয়ে গেলো হালকা বাতাস ; নতুন করে বেঁচে উঠতে  সূর্যমূর্খী ধরা দিচ্ছে গানে ; প্রিয়তমা যাই তবে , মন ভার  এসময় দরকার ; অল্প অপেক্ষার  মিলবো এখানেই একদিন  তুমি , আমি আর নিরঞ্জনা || হয়তো আদর ; অনেক বেশি , ছুঁয়ে যাবে  অন্য হাতে , তোমার প্রাণে --- সেদিন আমায় মনে করে ; মনে রেখো  আর আমায় ছাড়া চলতে শেখো  বসন্তের এই রাস খেলাতে  একবার খুঁজে দেখো  : পুরোনো রুমাল  গন্ধটাকে  মনে মনেই অচেনা সব  কবিতার পাতা ; ঘটনা ঠাসা  খুব লাগবে চেনা ;  তুমি , আমি আর নিরঞ্জনা ||

প্রেমপত্র 3

সেই ভাঙা বেঞ্চ ;  সেই ছেঁড়া ঘাস ; সেই পুরোনো সময়  ফিরে দেখা সেই মিলনের কাল || ব্যর্থ ভাষা ; ব্যর্থ অভিলাষ ; বারবার খোঁজে চেনা সেই হাতখানা  তুমি , আমি আর নিরঞ্জনা || জল ঝোরে বয়ে যায় ; ভিজে যায় মাটি ; প্রথম নয় তবু শেষ হতে চাওয়া  মিথ্যে স্বপ্নের বেড়াজালে আটকে পড়া  দুটি ফেলে যাওয়া রুমাল  তুমি , আমি আর নিরঞ্জনা ||

প্রেমপত্র 2

রাস্তার ধারে পোস্ট দুটো পাশাপাশি  দরজা খোলা ; সুনসান বাস ট্রাম রাজপথ  দুটো চোখ দেখছে -- হাতে হাত   আঙুলের মিলনে আজ প্রথম পরিচয় || ঘড়ির কাঁটা এগোচ্ছে ; পড়ন্ত বিকেলের রোদ  পরিচয় যেন এরই ফাঁকে খুঁজে পেলো তার পরিচয় -- তুমি , আমি আর নিরঞ্জনা || বৃষ্টি হয়নি সেদিন ; তবে কে আর জানতো  বাইসের সেই চোখের বৃষ্টি ; ভিজিয়ে দেবে তিরিশের মন  ছেড়ে যাওয়ার আগেই মিলন ঘটবে || আরও এগিয়ে দেখা যাক ; পায়ে পায়ে ঘেষাঘেষি  ছবিটুকু আজও পড়ে আছে -- মুঠোফোন খুলে দেখি  পা নয় শুধু ; রাস্তার ধারে পোস্ট দুটো পাশাপাশি  তুমি , আমি আর নিরঞ্জনা ||

প্রেমপত্র 1

চলতে চলতে হঠাৎ হারিয়ে যাই যদি  খুঁজে কি নেবে সেদিন নিরঞ্জনা ; ক্লান্ত আমার চোখের বন্ধ ইশারায় লিখবে কি প্রেম  ভালোবাসার গল্পগুলি আগের মতোই - পাবো কি ফিরে আবার ; এই পথে কোনদিন  নিরঞ্জনা প্রতিদিন || বদলের শুরুটা হঠাৎ ; দেখা হয়ে গেলো সিনেমায়  পাশাপাশি তুমি আর আমি  কোনের ঠিকানায় || বাড়িয়ে দিই হাত , জড়িয়ে ধরি বুকে  বালি রাশি তবু উড়ে যায় - ফেলে যাওয়া পুরাতন ; ব্যাস !! তুমি ; আমি আর নিরঞ্জনা : প্রথম পরিচয় || তারপর পরপর রোজরোজ নেশাতুর চাওয়া পাওয়া  এক পাতা ভরে লিখবে সাগরের জলে চোখে চোখে  কিভাবে বেঁচে আছে বুক ; নিরঞ্জনার অপেক্ষায় ||                                             sandip das